দ্য ওয়াল ব্যুরো: এক তরুণী ও তাঁর প্রেমিককে প্রকাশ্যে মারধরের ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের হাপুরে। অভিযুক্ত সম্পর্কে তরুণীর দাদা এবং তার সঙ্গীরা একটি পিজ্জার দোকানে হামলা চালায়, যেখানে ওই যুগল ডেটে এসেছিলেন। ঘটনাটি ঘটে নগর কোতোয়ালি এলাকার ফ্রীগঞ্জ রোডে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোনকে প্রেমিকের সঙ্গে দেখেই দাদা রাগের মাথায় প্রথমে ওই যুবককে আক্রমণ করেন। এরপর তাঁর সঙ্গে থাকা বন্ধুরাও হামলায় যোগ দেন। লোহার রড দিয়ে আঘাত, ঘুষি ও লাথি মারতে থাকেন।
#REL