দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata Corporation) আধকাঠা বা তার চেয়েও কম জায়গায় বাড়ি তৈরির পথ অবশেষে খুলল। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন বিল্ডিং রুলস সংশোধনের (Plan sanctions under new building rules) ৪৮ ঘণ্টার মধ্যেই এদিন পুরসভার মেয়র পরিষদের বৈঠকে ছোট জমিতে বাড়ি তৈরির পরিকল্পনা অনুমোদনের সিদ্ধান্ত কার্যকর হল।
মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়ে দিলেন, “আজ বুধবার থেকেই স্যাংশন দেওয়া শুরু হল। এতদিন নিয়মে বাধা ছিল, এবার সেই বাধা কাটল।”