দ্য ওয়াল ব্যুরো: গ্রাহকদের প্রবল বিরোধিতার মুখে নিয়মে বদলাতে বাধ্য হল আইসিআইসিআই ব্যাঙ্ক। শহরের নতুন গ্রাহকদের ক্ষেত্রে ন্যূনতম গড় ব্যালেন্স (এমএবি) বজায় রাখার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে কমিয়ে করা হল ১৫ হাজার টাকা।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগে শহুরে এলাকার নতুন গ্রাহকদের জন্য এমএবি ১০ হাজার টাকা থেকে একলাফে ৫০ হবাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। গ্রাহকদের আপত্তি এবং সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত আংশিকভাবে প্রত্যাহার করা হল। যদিও সংশোধিত পরিমাণও আগের তুলনায় পাঁচ হাজার টাকা বেশি।
#REL