দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকে বুধবার যে মর্মান্তিক দুর্ঘটনা (Saltlake Accident) ঘটেছে তার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) প্রকাশ্য এল। তাতে দেখা যাচ্ছে, কীভাবে দুর্ঘটনায় প্রাণ হারান ওই ডেলিভারি বয়।
বুধবার বিকেল পাঁচটা নাগাদ সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার হিরন্ময়পুর গ্রামের সৌমেন মণ্ডল। পাশেই আরেকটি বাইক, আর খানিকটা পিছনে সাদা রঙের একটি গাড়ি।