দ্য ওয়াল ব্যুরো: কফি শপে এক তরুণীর সঙ্গে কথা বলার অপরাধে ২১ বছরের এক মুসলিম যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃতের নাম সুলেমান রহিম খান। দু'দিন আগে জলগাঁও জেলার জামনের একটি কফি শপে ১৭ বছরের এক তরুণীর সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। অভিযোগ, ওই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় কয়েকজন যুবক। কফি শপেই শুরু হয় বচসা। এরপর সুলেমান এবং ওই তরুণীকে অনুসরণ করে অন্যত্র গিয়ে ফের চড়াও হয় অভিযুক্তরা। সেখানেই তাঁকে এলোপাথাড়ি মারধর করা হয়।
#REL