দ্য ওয়াল ব্যুরো: সৌন্দর্যের জন্য নখে অ্যাক্রাইলিক কোট (আর্টিফিশিয়াল বা নকল নখ) - অনেকের কাছেই যেন এক অপরিহার্য ফ্যাশন ট্রেন্ড। কিন্তু সেই নখই যে মৃত্যুফাঁদে পরিণত হতে পারে, তা হয়তো কেউ কল্পনাও করেন না। ব্রিটেনের ইয়র্কশায়ারের বাসিন্দা ৩৫ বছরের লুসি থমাসের এই পরিণতি যেন আরও একবার ফ্যাশন ট্রেন্ডে গা ভাসানোর প্রবণতা নিয়ে সতর্কবার্তা।
নকল নখ নিয়ে অনেক আগে থেকেই চিকিৎসকরা নানারকম সতর্কবার্তা দিয়ে চলেছেন। নকল নখ বসানোর গ্লু বা আঠা যেমন শক্তপোক্তভাবে আটকে রাখে আসল নখে। তা খোলার সময় নখের বেশ ক্ষতি হয়। নখ পাতলা হয়ে আসে। আরও নানা রকম সমস্যা তো আছেই।
#REL