দ্য ওয়াল ব্যুরো: শ্রী আম্মা ইয়াঙ্গার আয়্যাপ্পান—যাকে আমরা সবাই শ্রীদেবী নামে চিনি—ছিলেন বলিউডের প্রথম ‘ফিমেল সুপারস্টার’। মাত্র চার বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু, আর ১৩-তেই রজনীকান্তের সৎমায়ের চরিত্রে অভিনয়! পঞ্চাশ বছরের উজ্জ্বল কেরিয়ারে তাঁর প্রতিভা আর সৌন্দর্য সমানভাবে মুগ্ধ করেছে দর্শকদের।
যেমন পেশাগত জীবন, তেমনই ব্যক্তিগত জীবনও ছিল আলোচিত। নির্মাতা বনি কাপুরের প্রেমে পড়েন শ্রীদেবী—তখন বনি বিবাহিত, স্ত্রী মোনা শৌরি কাপুর ও দুই সন্তান, অর্জুন ও অঞ্জুলা-কে নিয়ে সংসার করছিলেন। ১৯৯৬ সালে বনি-শ্রীদেবীর বিয়ে হয়।এর পরই শ্রীদেবীর কপালে জোটে ‘হোমব্রেকার’ তকমা।