দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আচার-অনুষ্ঠান মানেই শতাব্দীপ্রাচীন রীতি, যেখানে অধিকাংশ সময়ই মেয়েদের উপর সামাজিক চাপ বেশি থাকে। কিন্তু সমরুদ্ধি ঠাকুর ও শুভান শাইন ঠিক করলেন, তাঁরা এই প্রচলিত নিয়ম ভেঙে সমানাধিকারের বিয়ে করবেন - যেখানে থাকবে না কোনও কন্যাদান, বিদায়, পদবী পরিবর্তন কিংবা লিঙ্গভিত্তিক পক্ষপাত।
কেমন ছিল তাঁদের ‘ইক্যুয়াল ওয়েডিং’?