দ্য ওয়াল ব্যুরো: আক্কেল দাঁত (wisdom tooth) নিয়ে ভোগেননি এমন মানুষ খুব কম আছে। বছরের পর ধরে এই দাঁতের সমস্যা নিয়ে জেরবার হয়ে পড়েন কমবেশি সকলেই। যন্ত্রণা, খেতে না পারা, ফুলে যাওয়ার পাশাপাশি অনেকে ইনফেকশনেও (infection) ভুগতে থাকেন। আক্কেল দাঁত ঠিকমতো বেরনোর জায়গা না পেলে এইরকম নানা সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে আক্কেল দাঁত থেকে হতে পারে ক্যানসার।