দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে বৃষ্টির প্রকোপে জনজীবন প্রায় বিপর্যস্ত। ভারী বৃষ্টিতে জলমগ্ন গোরখপুর। জল জমে ঢাকা পড়ে গিয়েছে রাস্তা, ফুটপাত, এমনকী তৈরি হতে থাকা ড্রেনটিও। তাঁর মধ্যেই পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের আফরিনের।
স্কুল ছুটির পর আফরিন ছোট ভাইকে নিয়ে বাড়ি ফিরছিল। হাতে বই-খাতা। নর্দমা ঢাকা দেওয়া ভিজে স্ল্যাবের উপর সাব্ধানেই পা ফেলে এগোচ্ছিল সে। হঠাৎই এক জায়গায় স্ল্যাব শেষ হয়ে গিয়েছে, কিন্তু তা বোঝার উপায় ছিল না। সেই অদৃশ্য ফাঁদে পা বাড়াতেই খোলা ড্রেনের গভীরে তলিয়ে গেল আফরিন।
#REL