দ্য ওয়াল ব্যুরো: আরজি করকাণ্ডে বিচার চেয়ে আজ রাত জাগবে মেয়েরা। গত বছরের মতোই এবারও ১৪ অগস্ট ফের 'রাত দখলের' ডাক (Raat Dokhol)। সেই কর্মসূচি মেনে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জমায়েত হতে শুরু করেছে। তারই একটি দৃশ্য দেখা গেল শ্যামবাজারেও। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনীও।
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে লক্ষ্য করা গেল ভিড়। বিচারের দাবিতে পথে নেমেছেন বহু মহিলা। মঞ্চ বেঁধে সভার আয়োজন করা হয়েছে। টাঙানো হয়েছে একাধিক ব্যানার, কোথাও লেখা, 'জাগবার দিন আজ', আবার কোথাও লেখা, 'গলা ছেড়ে চিৎকার, বুঝে নাও অধিকার।'
#REL