দ্য ওয়াল ব্যুরো: আরজি করকাণ্ডের এক বছর পর ফের রাত দখল। শহর থেকে জেলা- সর্বত্র জমায়েত শুরু হয়েছে ইতিমধ্যেই। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে বিচার চাইতে এই রাত দখলে সামিল হলেন কালিয়াগঞ্জের নিহত তামান্না-র মা।
এদিন (বৃহস্পতিবার) রাত বাড়তেই জায়গায় জায়গায় রাত দখলে নামেন আমজনতা থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষ। এই কর্মসূচিতে সামিল হয়েছেন নিহত নাবালিকা তামান্নার মা।
#REL
কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন শাসক দলের ছোড়া দুষ্কৃতীর বোমা হামলায় প্রাণ গেছে ৯ বছরের তামান্না খাতুনের। এই অভিযোগ তুলেই সরব হয়েছিল মৃত নাবালিকার পরিবার।