দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিন সকালে বর্ধমানে ভয়াবহ দুর্ঘটনা। মৃত ১০, আহত কমপক্ষে ৩৫। সকলে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ফাগুপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে ছিল। সম্ভবত চালক প্রস্রাবের জন্য অন্যত্র গেছিলেন। তখনই বিকট শব্দ আর চিৎকার শুনতে পান তাঁরা। দেখেন, রাস্তায় ছড়িয়ে কাচের টুকরো, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক।
#REL