দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রতিটি নোটে মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর মুখ – আজকের দিনে যা দেশের মুদ্রার পরিচিত প্রতীক। কিন্তু স্বাধীনতার শুরুর বছরগুলোতে নোটে গান্ধীর ছবি ছিল না, বরং ছিল স্থাপত্য, শিল্প, বিজ্ঞান-প্রযুক্তি ও প্রকৃতির নানা চিত্র।
আসলে স্বাধীনতার পর নোটে ‘বাপু’র ছবি দেওয়ার প্রস্তাব একবার উঠলেও, প্রথমেই কিন্তু তা বাতিল হয়ে গিয়েছিল। তাহলে কীভাবে গান্ধীজির ছবি নোটে এল? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইতিহাস ঘেঁটে জানা যায় পুরো কাহিনি।
#REL
স্বাধীনতার পর মুদ্রা বিনিময়ের প্রথম চ্যালেঞ্জ