দ্য ওয়াল ব্যুরো: অগস্ট মাস ঘিরে জ্যোতিষমহলে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। এই সময় শনি ও চন্দ্রের অশুভ মিলনে গঠিত হচ্ছে বিরল ‘বিষ যোগ’, যা বিশেষত তিনটি রাশির জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই যোগের প্রভাবে জীবনে দেখা দিতে পারে অপ্রত্যাশিত বাধা, আর্থিক ক্ষতি, স্বাস্থ্য সমস্যা এবং মানসিক অস্থিরতা।
শনির বিষ যোগ কী?