দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের (Independence Day) সকাল। চারপাশে উড়ছে তেরঙ্গা। কিন্তু নদিয়ার শান্তিপুরে এক ক্লাবের প্রাঙ্গণে সকালটা এল হাহাকারের খবর নিয়ে। চাপাতলা এলাকার সোনালী সংঘে রাতে লেগে গেল আগুন। পুড়ে ছারখার হয়ে গেল ক্লাবঘরের দরজা, জানলা, ভেতরে রাখা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম—সব।
তবু, ধ্বংসস্তূপের মধ্যেও যেন অলৌকিক এক দৃশ্য (Miracle in Santipur), অক্ষত রয়েছে জাতীয় পতাকা (National Flag Intact)।
#REL