দ্য ওয়াল ব্যুরো: ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় খবর - গুগল ক্রোমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI)। নতুন এআই ফিচারগুলো শুধু ওয়েব ব্রাউজিংয়ের ধরন পাল্টাবে না, বরং এটিকে করবে আরও ব্যক্তিগত, কার্যকরী এবং সহজ।
সম্প্রতি গুগল ঘোষণা করেছে, তাদের জনপ্রিয় ব্রাউজারে জেমিনি (Gemini) এআই মডেল সংযোজন করা হচ্ছে। এই প্রযুক্তি ওয়েবপেজের বিষয়বস্তু বুঝে ব্যবহারকারীর জন্য তথ্য খুঁজে দেবে, কাজ করবে, এমনকী লেখালিখিতেও সাহায্য করবে।
#REL