দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিনেই নিভে গেল এক অভিজ্ঞ রাজনীতিকের প্রদীপ। প্রয়াত হলেন নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন (Nagaland Governor, La Ganesan)। বয়স হয়েছিল ৮০। অতীতে পশ্চিমবাংলাতেও (west bengal) কিছুদিনের জন্য অস্থায়ী হিসেবে রাজ্যপালের দায়িত্ব সামলেছিলেন তিনি।
শুক্রবার চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক দিন আগে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও শেষরক্ষা হল না।