দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে যাতায়াতকারীদের জন্য দুঃসংবাদ। নিউ জলপাইগুড়ি (NJP) জংশনে সংস্কারের কাজ চলায় একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চালানো ও আংশিকভাবে বন্ধ (Canceled on route) রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এর ফলে বিপাকে পড়েছেন প্রতিদিন এনজেপি হয়ে যাতায়াত করা যাত্রী এবং যাঁরা আগাম টিকিট কেটেছিলেন।
North Bengal, Railway jam , NJP reforms , Canceled on route, Shatabdi is also partially closed