দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসে দেশকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছিলেন বর্ষীয়ান গীতিকার-লেখক জাভেদ আখতার। কিন্তু সেখানেও ট্রোলিং তাঁর পিছু ছাড়েনি। সোশ্যাল মিডিয়ায় ‘পাকিস্তানের নাগরিক’, ‘গদ্দার’ (দেশদ্রোহী) কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। তবে চুপ থাকেননি জাভেদ, পাল্টা সরাসরি মোক্ষম জবাব দেন তিনি।
১৫ অগস্ট এক্স (আগের টুইটার)-এ জাভেদ আখতার লেখেন, “আমার ভারতীয় ভাইবোনদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই স্বাধীনতা আমাদের হাতে তুলে দেওয়া হয়নি, এর জন্য অনেকেই কারাবাস ও ফাঁসির মঞ্চে গিয়েছেন। তাঁদের স্মরণ করতেই হবে, যেন আমরা এই অমূল্য উপহার কখনও হারাই না।”
#REL