দ্য ওয়াল ব্যুরো: 'ব্রেন ইটিং' অ্যামিবার (Brain Eating Amoeba) সংক্রমণে মৃত্যু হল এক নয় বছরের নাবালিকার। কেরল থেকে এই ভয়ংকর ঘটনা সামনে এসেছে। তিনদিন আগে প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল মেয়েটি। চিকিৎসা চললেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
চিকিৎসকেরা জানিয়েছে, নাবালিকার মৃত্যু হয়েছে অ্যামিবিক এনসেফালাইটিসে (Amoebic Encephalitis), যা অত্যন্ত বিরল মস্তিষ্কজনিত সংক্রমণ (Rare brain infection)। এই রোগের এখনও কোনও নিরাময়যোগ্য চিকিৎসা নেই। সাধারণত দূষিত জলাশয় যেমন, পুকুর, নদী বা হ্রদের মতো জায়গা থেকেই এই সংক্রমণ ছড়ায়।
#REL