দ্য ওয়াল ব্যুরো: তুফান উঠেছে ভীষণ। উত্তাল তরঙ্গ। তার মধ্যে ভেসে চলেছে জাহাজ৷ মাস্তুল, কম্পাস ছিন্নভিন্ন, দিকভ্রষ্ট৷ সেই ভাঙা নাওয়ের কাণ্ডারী এক ক্যাপ্টেন, যিনি পেশাগত জীবনের উপান্তে দাঁড়িয়ে। একদা গরিমাময় জাহাজকে তীরে ফেরাতে পারবেন তিনি?
কার্লো অ্যান্সেলোত্তিকে (Carlo Ancelotti) ব্রাজিলের (Brazil) ম্যানেজার পদে বসানোর সঙ্গে এই চিত্রকল্পের মিল রয়েছে। একসময়ের গৌরবশশী আজ অস্তাচলে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। অথচ ওয়ার্ল্ড কাপে (World Cup) যোগ্যতা অর্জনের জন্য লড়ে যেতে হচ্ছে।