দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় (Howrah) এক শিশুর মৃত্যুকে (Child Death) ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। শুক্রবার শালিমারের ৫ নম্বর গেট সংলগ্ন বালিঘাট এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময়ে রাস্তার ধারে খেলছিল শিশুটি। হঠাৎ একটি স্কুটি এসে ধাক্কা মেরে তাকে টেনে নিয়ে যায় কিছুটা দূর পর্যন্ত। তারপরেই পালিয়ে যায় চালক। আহত শিশুটিকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
#REL