দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ সময় ধরে অফিসের চাপ, ব্যক্তিগত দায়বদ্ধতা সামলানো আজকের যুগে মহিলাদের জীবনের বিশেষ অঙ্গ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার কারণে যোগ হয়েছে বাড়তি মানসিক চাপ। সব মিলিয়ে বর্তমানে একটা সাধারণ, নির্ঝঞ্ঝাট জীবনযাপন প্রায় সবার কাছেই স্ট্রেসের কারণ হয়ে উঠেছে। আর তার গুরুতর প্রভাব পড়ছে শরীরে, বিশেষ করে প্রতি মাসের পিরিয়ড সাইকলে।
গুরগাঁওয়ের সি কে বিরলা হাসপাতালের অবস্টেট্রিকস ও গাইনেকোলজির ডিরেক্টর এবং ‘মৈত্রী’-র প্রতিষ্ঠাতা ডা. অঞ্জলি কুমার জানিয়েছেন, আজকাল বহু মহিলাই স্ট্রেসের কারণে অনিয়মিত পিরিয়ড, হেভি ব্লিডিং অথবা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন।