অমল সরকার
বাংলাদেশের সংবিধানে আমূল পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করল ঐকমত্য কমিশন (Major amendment of Bangladesh constitution) । বহু চর্চিত জুলাই সনদ (July Charter) শনিবার চূড়ান্ত করেছে ওই কমিশন। শনিবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলিকে কমিশন জুলাই সনদের খসড়া চূড়ান্ত কপি পাঠিয়েছে। বিএনপি, জামাত, এনসিপি-সহ তিরিশটির বেশি দল বেশিরভাগ সুপারিশের সঙ্গে সহমত পোষণ করেছে। আওয়ামী লিগকে এই পক্রিয়ায় কখনই রাখা হয়নি। গত ১২ মে থেকে দলটির কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে সে দেশে। আওয়ামী লিগ গোড়া থেকেই জুলাই ঘোষণাপত্র এবং সনদের বিরোধিতা করে আসছে। শেখ হাসিনার হুঁশ