দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভোররাতে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এ জনপ্রিয় ইউটিউবার ও 'বিগ বস' বিজেতা এলভিস যাদবের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ভোর প্রায় ৫টার সময় বাইকে চেপে আসা তিন দুষ্কৃতী অন্তত ১২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তবে সৌভাগ্যবশত, ঘটনায় কেউ আহত হননি। সেই সময় বাড়িতে ছিলেন না এলভিস, কিন্তু তাঁর গৃহসহায়ক এবং কেয়ারটেকার বাড়ির ভিতরে ছিলেন। কপালজোরে প্রাণে রক্ষা পান তাঁরা।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গুরুগ্রাম পুলিশ। বাড়ি ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলভিস সম্প্রতি কোনও হুমকি পেয়েছিলেন কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।