দ্য ওয়াল ব্যুরো: জাতীয় পতাকার (National Flag) প্রতি ‘অপমানজনক’ আচরণের অভিযোগে গ্রেফতার (Arrest) হলেন অসমের স্কুলের প্রধান শিক্ষিকা (Head Mistress)। শনিবার সকালে স্কুলের প্রাঙ্গণে পতাকা নামানোর সময় তাঁর আচরণের ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল ওঠে। পরদিনই পুলিশ তাঁকে আটক করে আদালতে পেশ করে।
অভিযুক্ত প্রধান শিক্ষিকার নাম ফাতেমা খাতুন। ভিডিওতে দেখা যায়, তিনি প্রথমে স্কুলের উঠোন থেকে পতাকাদণ্ড নামান। এরপর পতাকা মাটিতে না ছুঁয়ে নিজের পায়ের মাঝে চেপে ভাঁজ করার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক চরমে ওঠে।
#REL