দ্য ওয়াল ব্যুরো: ১৫ অগস্ট ৫০ বছর পূর্ণ করল বলিউডের আইকনিক সিনেমা 'শোলে' (Sholay anniversary)। এই বিশেষ দিনে ছবিটির বাসন্তী চরিত্রে অভিনয় করা অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini) ফিরে দেখলেন সেই দিনগুলো। একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি ছবিটির অ্যাকশন দৃশ্য ও নিজের চরিত্র নিয়ে কথা বলেছেন।
আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা মালিনী বলেন, "আমার অনেক ছবিতেই অ্যাকশন দৃশ্য ছিল। আমি যখন কোনও ছবিতে অভিনয় করতাম, তখন নির্মাতারা আমার জন্য বিশেষ করে মারপিটের দৃশ্য রাখতেন।"
#REL