দ্য ওয়াল ব্যুরো: আবার বড়পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ধামাল’। চতুর্থ পর্বে মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন। ছবির নাম ‘ধামাল ৪’। ২০১৯ সালের ‘টোটাল ধামাল’-এ প্রথমবার এই সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। এবার নতুন গল্প, নতুন চরিত্র আর আগের মতোই মজার ছলে ফিরছে এই সিনেমা। মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ইদে।