দ্য ওয়াল ব্যুরো: বিয়ের সাজে যেন ফের মায়াবী রূপে ফিরে এলেন নব্বই দশকের সেই পর্দার পরী—মহিমা চৌধুরী। ৫২ বছর বয়সে লাল শাড়িতে সেজে, হাতে মিষ্টির বাক্স নিয়ে পাপারাজ্জিদের দিকে হেসে এগিয়ে গেলেন তিনি। পাশে ছিলেন বরাবরই প্রাণবন্ত, মজার মানুষ—অভিনেতা সঞ্জয় মিশ্র। দু’জনকে একসঙ্গে দেখে মুহূর্তে যেন চমকে উঠল সোশ্যাল মিডিয়া! মুহূর্তে ছড়িয়ে পড়ল জল্পনা—তাহলে কি সত্যিই দ্বিতীয় বিয়ে সারলেন মহিমা?
#REL