দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিলের এক সদস্যের কথায় চরম অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি ও সরকার। সদাভাউ খোট নামে ওই বিধান পরিষদ সদস্য রাজ্য বিজেপির পরিচত মুখ।
কৃষক নেতা সদাভাউয়ের মতে, মহারাষ্ট্র অ্যানিমেল প্রটেকশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৫ কৃষক স্বার্থ বিরোধী। ওই আইনের বিধানে অকেজো, অথর্ব, অসুস্থ গরুকে আমৃত্যু ভরণপোষণ করতে হয় কৃষকদের। গরিব কৃষকদের উপর এটা আর্থিক বোঝা।
#REL