দ্য ওয়াল ব্যুরো: একটা ব্যাট, একটা বল, আর কয়েকটা হাসিমুখ অনেক কিছু বদলে দিতে পারে! কিংবা বলা ভাল, কাশ্মীরের (Kashmir) সোপিয়ানে এখন শুধু গুলির আওয়াজ নয়, বেজে উঠছে ব্যাট-বলের (Cricket) টক্করও!
সোপিয়ান থেকে পহেলগামের দূরত্ব মেরে কেটে ৭০ কিলোমিটার। গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গিদের নির্মম হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ পর্যটক। তারপর থেকেই আতঙ্কে সমগ্র কাশ্মীর থেকে মুখ ফিরিয়েছিলেন পর্যটকরা, উপত্যকায় নেমে এসেছিল শ্মশানের নীরবতা।