দ্য ওয়াল ব্যুরো: আজ তিপান্নতে পা রাখলেন বলিউডের ‘থিঙ্কিং অ্যাক্টর’ রণবীর শোরে। চকচকে আড়ম্বরের ভিড়ে তিনি বরাবরই ছিলেন ব্যতিক্রমী—সোজাসাপ্টা, বুদ্ধিদীপ্ত, আবার কখনও তীব্র রসিকতায় ভরপুর। জীবনের পথচলা যেন ঠিক সিনেমার মতোই—কখনও হাসি, কখনও ব্যথা, কখনও গভীর ভাবনার ছায়া।
#REL