দ্য ওয়াল ব্যুরো: তাঁর পায়ের ছন্দে সাম্বার দোলা। ড্রিবলিং দেখে গ্যারিঞ্চার স্মৃতি উসকে ওঠে। ব্রাজিলের জার্সিতে দাপট দেখিয়েছেন। বার্সেলোনার হয়ে শাসন করেছেন ইউরোপ।
সেই নেইমারই (Neymer Jr.) কিনা এবার চোখের জলে (Neymer in Tears) মাঠ ছাড়লেন। ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন। একহাত নিলেন সতীর্থদের। ম্যানেজারকেও ছেড়ে কথা বললেন না। নেপথ্যে ঘরের মাঠে ভাস্কো দা গামার কাছে ছ’গোলে লজ্জার হার। যা ঢাকতে কোচ ক্লেবার জাভিয়েরকে বরখাস্ত করল ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু তাতে কি ডামাডোল মেরামত করা যাবে? ব্রাজিলের শতাব্দীপ্রাচীন ক্লাবকে কেন্দ্র করে আপাতত এই প্রশ্নই দানা বেঁধেছে!