দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে শহরবাসীর জন্য এক বিরাট উপহার! কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইতিহাসে এই প্রথমবার, একসঙ্গে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ তিনটি নতুন মেট্রো (New Metro Lines) পথ চালু হতে চলেছে। শহরের যাত্রী পরিবহণ ব্যবস্থায় (Communication) এক নতুন যুগের সূচনা হতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
আগামী ২২ অগস্ট মেট্রোর এই নয়া যাত্রাপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চালু হতে চলা নতুন তিনটি মেট্রো পথ হল – শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড (২.৪৫ কিমি), নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর (৬.৭৭ কিমি) এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা (৪.৩৯ কিমি)।