দ্য ওয়াল ব্যুরো: ছোবলের কোপে ( Snake Bites) বাংলা! ৬ মাসে সাপের কামড়ে আক্রান্ত ৩৬ হাজার, মৃত্যু ১২৯ জনের! খোদ সরকারি রিপোর্টেই এই পরিসংখ্যান উঠে এসেছে।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ১ জানুয়ারি থেকে ৩০ জুন ,সময়ের মধ্যে ঘটেছে এই ঘটনাগুলি। এর মধ্যে এনভেনোমেশন বা বিষক্রিয়ার ঘটনা ঘটেছে ৭ হাজার ৫০৪ জনের ক্ষেত্রে।
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু পূর্ব বর্ধমানে। তারপর বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর। সর্পাঘাত ও মৃত্যুর নিরিখে লাল তালিকাভুক্ত হয়েছে ৮ জেলা— বাঁকুড়া, বীরভূম, হুগলি, মালদহ, নদিয়া, দুই মেদিনীপুর ও পূর্ব বর্ধমান।