দ্য ওয়াল ব্যুরো: আবারও শহরে বেপরোয়া গতির ছবি ধরা পড়ল। বেহালার (Behala) জেমস লং সরণিতে (James Long Sarani) মঙ্গলবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার (Accident) জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বেহালার থেকে ঠাকুরপুকুর (Thakurpukur) যাচ্ছিল লাল রঙের একটি চারচাকা গাড়ি। তার গতি ছিল মাত্রাতিরিক্ত। জেমস লং-এ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে রাস্তার মাঝের ডিভাইডারে এবং মুহূর্তের মধ্যে উল্টে যায়। ধাক্কার জেরে চালক গাড়ির ভেতরেই আটকে পড়েন।
#REL