দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের রণথম্বোর (Ranthambore National Park in Rajasthan)। বাঘের দেশ (Tiger) হিসেবে পরিচিত এই তল্লাটে অ্যাডভেঞ্চারের স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন একদল পর্যটক (Tourists)। কিন্তু সেই স্বপ্নই রূপ নিল এক বিভীষিকাময় অভিজ্ঞতায়।
সোমবার সন্ধ্যায় রাজস্থানের রণথম্বোর ন্যাশনাল পার্কের জোন ৬-এ সাফারি চলাকালীন হঠাৎই খারাপ হয়ে পড়ে তাঁদের গাড়ি। প্রায় দেড় ঘণ্টা গভীর জঙ্গলে আটকে থাকতে হয় তাঁদের।