দ্য ওয়াল ব্যুরো: আজকের দিনে আমরা সবাই চাই একটু আগে থেকে নিজের ভাগ্যের দিকটা বুঝে নিতে। ভবিষ্যৎ নিয়ে কৌতূহল সবার মধ্যেই থাকে। আগে এসব জানার জন্য মানুষ ছুটে যেত জ্যোতিষী বা সংখ্যাতত্ত্ববিদদের কাছে। কিন্তু এখন সেই কাজটা আরও সহজ। বাড়িতে বসেই ইন্টারনেটে জন্মতারিখ আর নাম ব্যবহার করে জানা সম্ভব আপনার জীবনের নানা দিক (Easy Numerology Analysis from Home)।
সংখ্যাতত্ত্ব কী?