দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের লাগাতার ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহরটির বিভিন্ন এলাকা। এর প্রভাব থেকে রক্ষা পায়নি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন-এর বিখ্যাত বাংলো 'প্রতীক্ষা'-ও। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির সামনের রাস্তা হাঁটু সমান জলে ডুবে আছে এবং সেই জল বাংলোর ভেতরেও ঢুকে গেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষজন জল ভেঙে যাতায়াত করছেন এবং রাস্তায় গাড়িগুলোকে চলতে বেগ পেতে হচ্ছে। অনেক পার্ক করা গাড়ির চাকা প্রায় অর্ধেক ডুবে গেছে। পথচারীদের অনেককে রাস্তার ডিভাইডার ব্যবহার করে কর্মস্থলে যেতে দেখা গেছে।