দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে প্রবল বৃষ্টির মধ্যে একটি মনোরেল ট্রেন ভেঙে পড়ায় শত শত যাত্রী দুই ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিলেন। মুম্বই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) জানিয়েছে, সামান্য বিদ্যুৎ সরবরাহজনিত সমস্যার কারণে উড়াল রেললাইনটির একটি কোচ মাঝপথে আটকে যায়।
কী ঘটেছিল?
সোমবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট নাগাদ চেম্বুর ও ভক্তি পার্কের মাঝামাঝি জায়গায় মনোরেলটি বিকল হয়ে পড়ে। এতে প্রায় ৪০০ জন যাত্রী ভেতরে আটকা পড়েছিলেন। পরে দমকল বাহিনী এসে প্রায় ৩০০ যাত্রীকে উদ্ধার করে।
#REL