দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে মানুষ হাঁসফাঁস করছে, ঠিক তখনই জঙ্গলের এক কোণে প্রকৃতির ‘নেচারাল এসি’-তে জমিয়ে স্নান করছে বাঘশাবকরা (Cubs)। তাদের খেলার ছলে জলে দাপাদাপি, আর নিরাপত্তার ছায়া হয়ে পাহারায় মা বাঘিনি (Tigress), এই অনন্য দৃশ্যই এখন মাতিয়ে তুলেছে নেটদুনিয়া (Viral Video)।