দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউড ও মাদকের সম্পর্ক নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। দীপিকা পাড়ুকোন-সহ একাধিক তারকাকে জেরা করেছিল এনসিবি। সেই সংস্থার পক্ষেই এবার মাদকবিরোধী প্রচারে শামিল হলেন আলিয়া ভাট।
সম্প্রতি এনসিবির চণ্ডীগড় শাখা তাদের টুইটার হ্যান্ডেলে আলিয়ার একটি ভিডিও শেয়ার করে। সেখানে অভিনেত্রী মাদকের বিরুদ্ধে সরব হয়ে বলেন, “নমস্কার বন্ধুরা, আমি আলিয়া ভাট। মাদকাসক্তি আমাদের জীবন, সমাজ ও জাতির জন্য ভয়ংকর সমস্যা। মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন। আসুন, এনসিবির মিশনে অংশ নিন।”
#REL