দ্য ওয়াল ব্যুরো: ভাল নেই বিনোদ কাম্বলি (Vinod Kambli)। ভারতীয় ক্রিকেটের এক সময়ের তারকা ব্যাটসম্যান নতুন করে শারীরিক সমস্যায়। দীর্ঘদিন নানা অসুস্থতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। বুধবার বিনোদের ছোট ভাই বীরেন্দ্র কাম্বলি (Virendra Kambli) সামনে আনলেন সর্বশেষ আপডেট। জানালেন, তাঁর দাদা এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
গত বছর ২১ ডিসেম্বর থানের আক্রুতি হাসপাতালে ভর্তি হন কাম্বলি। মূত্রনালির সংক্রমণ আর ক্র্যাম্পের কারণে তাঁকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। এখন মুম্বইয়ের বান্দ্রার বাড়িতেই রয়েছেন তিনি। তবে হাঁটা-চলার শক্তি ফেরেনি। কথা বলতেও সমস্যা হচ্ছে।