দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের সেপ্টেম্বরে মরুভূমির আকাশে চোখধাঁধানো এক আয়োজন। রাজস্থানের জয়সলমেরে অনুষ্ঠিত হতে চলেছে ‘ব্লাড মুন ফেস্টিভ্যাল ২০২৫’। ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসবে জ্যোতির্বিজ্ঞান মিলবে লোকসংস্কৃতি, লোককথা আর সংগীতের আবহের সঙ্গে। মরুভূমির বুকে ওইদিন একদিকে চলে চাঁদের গ্রহণ দেখা, অন্যদিকে রাজস্থানের ঐতিহ্য ও শিল্পের স্বাদ চেখে দেখা। সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হবেন দর্শনার্থীরা।
কী এই ব্লাড মুন ফেস্টিভ্যাল?