দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, উভয় জেলাতেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে এবং আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে।
#REL