দ্য ওয়াল ব্যুরো: একটা সময় সোশ্যাল মিডিয়ায় তাঁদের রোমান্টিক ভিডিও ও নাচের ক্লিপস ঝড় তুলত। নাচের ক্লাসে ধনশ্রীর প্রেমে পড়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। প্রেম গড়ায় বিয়েতে। তবে মাত্র ১৯ মাসের মধ্যেই ভাঙন ধরল সেই সম্পর্কের। চলতি বছরের শুরুতেই শেষ হয় তাঁদের ডিভোর্স পর্ব। বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কম বিতর্ক হয়নি।
ডিভোর্সের দিন চাহালের পোশাক নিয়েই নেটপাড়ায় শুরু হয় তোলপাড়। তিনি আদালতে হাজির হয়েছিলেন ‘Be Your Own Sugar Daddy’ লেখা টি-শার্ট পরে। পরে এক পডকাস্টে সেই পদক্ষেপের ব্যাখ্যাও দেন তিনি। আর এবার পাল্টা দিলেন ধনশ্রী ভার্মা।
#REL