দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে অগ্নি–৫ (Agni 5) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কৌশলগত বাহিনীর তত্ত্বাবধানে এই উৎক্ষেপণ সম্পন্ন হয় এবং সমস্ত প্রযুক্তিগত ও কার্যকরী মানদণ্ড সফলভাবে যাচাই করা হয়েছে।
প্রায় ৫,০০০ কিমি পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারতের (India) পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার মূল স্তম্ভ। এর আওতায় এশিয়ার প্রায় গোটা অংশ চলে আসে। উত্তর চিন তো বটেই, ইউরোপেরও বেশ কিছু অংশে পৌঁছে যেতে পারে অগ্নি–৫ (Agni 5 Missile)।