দ্য ওয়াল ব্যুরো: 'হয়তো যদি'-এই শব্দবন্ধই আমাদের জীবনের পথে অনেক সময় টেনে ধরে রাখে। অথচ একই 'ইফ' শব্দকে নতুন অর্থে ব্যবহার করলে, সেটাই হয়ে উঠতে পারে সম্ভাবনা খোঁজার দিশারি, হয়ে উঠতে পারে সাফল্যের প্রেরণা। এমনই এক অনন্য ভাবনা নিয়ে প্রকাশিত হল সুদীপ্ত চৌধুরী ও জয়কিং বীর্জের লেখা নতুন বই 'লাইফ উইদআউট ইফ'।
বই প্রকাশ উপলক্ষে পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুকস্টোরে আয়োজিত হয় এক সাহিত্য সন্ধ্যা। আয়োজনের দায়িত্বে ছিল পাওয়ার পাবলিশার্স অ্যান্ড মোশন পিকচার্সের কাঁধে। এদিনের অনুষ্ঠান আবারও প্রমাণ করল সৃজনশীলতা ও সাহিত্য চর্চার প্রতি কতোটা ঝোঁক এ শহরের।
#REL