দ্য ওয়াল ব্যুরো: বুধবারের হামলার পর প্রকাশ্যে এল দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) রেখা গুপ্তার (Rekha Gupta) প্রথম ছবি (First Picture)। বৃহস্পতিবার তিনি সাতজন বিজেপি সাংসদের (BJP MPs) সঙ্গে বৈঠক করেছেন।
রাজধানীর বুকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ঢুকে তাঁকে হামলার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। রাজকোটের বাসিন্দা রাজেশ ভিয়া খিমজি নামের এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। জানা গেছিল, গুরুতর আহত হয়েছিলেন রেখা তবে স্থিতিশীল তিনি। বৃহস্পতিবার হামলার পর তাঁর প্রথম ছবি সামনে আসায় হাঁফ ছেড়ে বেঁচেছেন বিজেপি এবং তাঁর অনুগামীরা।